Breaking News

বাংলাদেশে সকল ফ্লাইট বাতিল করলো এমিরেটস এয়ারলাইন্স

বাংলাদেশ, পাকিস্তান, এবং শ্রীলংকার সাথে সকল ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইন্স। আরব আমিরাত তাদের নাগরিকদের বাংলাদেশ সহ আরো ১২টি দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করার পর পরই বাংলাদেশে ফ্লাইট বাতিল করার ঘোষণা দেয় এমিরেটস এয়ারলাইন্স।

বাংলাদেশে সকল ফ্লাইট বাতিল করলো এমিরেটস এয়ারলাইন্স
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা থেকে দুবাই এর সাথে সকল ফ্লাইট আগামী ১৫ জুলাই পর্যন্ত বাতিল করেছে এমিরেটস এয়ারলাইন্স। এর পাশাপাশি যেসকল যাত্রী বিগত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান অথবা শ্রীলংকায় অবস্থান করেছেন তাদেরকে আরব আমিরাত এর কোন বন্দর বা প্রবেশস্থল দিয়েই প্রবেশ করতে দেয়া হবে না।

তবে, আরব আমিরাত এর নাগরিকেরা, আমিরাতের গোল্ডেন ভিসাধারীরা, এবং ডিপ্লোম্যাটিক কর্মকান্ডে ভ্রমণরত ব্যক্তিরা করোনা নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নিয়ে এই ভ্রমণ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

বাংলাদেশ সহ আরো ১২টি দেশে নাগরিকদের ভ্রমণ করতে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ বাদে এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইবেরিয়া, সাউথ আফ্রিকা, এবং নাইজেরিয়া।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণ মৌসুম এর শুরুতে নাগরিকদের সকল প্রকার করোনা সতর্কতা এবং পূর্ব প্রস্তুতি মেনে চলতে হবে।

এর আগে গত সপ্তাহে ইতিহাদ এয়ারওয়েজ আগামী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এর সাথে তাদের ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয়।

About Admin

Check Also

এমিরেটস কর্তৃপক্ষ ঢাকা টু দুবাই টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছেন

ঢাকা টু দুবাই টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছেন। এটি দেখার পর আটকে থাকা প্রবাসীরা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *