





নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪:০০ টায়।করোনার প্রকোপে মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টসের পর্দায়। অনলাইনে র্যাবিটহোল বিডির ইউটিউব চ্যানেলে সম্প্রাচর করা হবে।






এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি১ সেপ্টেম্বর, প্রথম টি-টোয়েন্টি (মিরপুর)৩ সেপ্টেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি (মিরপুর)৫ সেপ্টেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি (মিরপুর)৮ সেপ্টেম্বর, চতুর্থ টি-টোয়েন্টি (মিরপুর)১০ সেপ্টেম্বর, পঞ্চম টি-টোয়েন্টি (মিরপুর)প্রতিটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন,নাইম শেখ, নুরুল হাসান সোহান,শামীম হোসেন,রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।






নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালান, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।