Breaking News

জায়েদের সঙ্গে মৌসুমীর কিসের বন্ধুত্ব : ঝন্টু

বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জায়েদ খান-মৌ সুমী-ওমর সানীর ত্রিমুখী দ্বন্দ্বে মুখ খুললেন। তিনি বলেছেন, ‘মৌসুমীকে নিয়ে কি বলব, নিজেই আসলে বুঝে উঠতে পারছি না।

জায়েদ খা নের মতো ছেলের সাথে ওর কিসের বন্ধুত্ব? দেশে বন্ধু ত্ব করার মতো নায়কের অভাব পড়েছে? সারাদেশের মানুষ মৌসুমীকে এক নামে চেনে, জানে ও সম্মান করে। তার তো সেদিকে ভাবা উচিত। আমি আসলে হতাশ।  ঝন্টু আরও বলে ছেন, ‘ওমর সানীর বিচার আগে হওয়া উচিত। কারণ  সে স্বামী। তাদের (সানী-মৌসুমী) ছেলে  বিয়ে করেছে, নাতি আসবে। এখন এসব কি! কেন স্ত্রীকে শাসনে রাখতে পারবে না? কেন ওমর সানীর অভিযোগের পর স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলবে? ওর মতো নায়ক এদেশে কয়টা আছে? হিট সুপারহিট সব সিনেমা দিয়েছে ওমর সানী। প্রেম  করে মৌসুমীকে বি য়ে  করে ছে।’

প্র সঙ্গত, ওমর সানী অ ভিযোগ করে ছেন, জায়েদ তার ২৭ বছরের সংসার ভাঙার চেষ্টা করে ছেন। তার স্ত্রী মৌ সুমীকে ‘বিরক্ত ও হয়রানি’ করেছেন। এ জন্য বিয়ের অনুষ্ঠানে জায়েদকে চড় মেরেছেন তিনি। তার জবা বে জায়েদ তাকে অস্ত্র বের করে গুলি করার হুমকি দিয়েছে ন। এদিকে, জা য়েদ বলছে ন, ওমর সানী তাকে চড় মারেননি। শুধু তাই নয়, জায়েদের কা ছে পিস্তল ছিল  না। এ দিকে, ওমর সানী জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে মৌসুমী বলেছেন, ‘জায়েদ ভালো ছেলে। জায়েদ তাকে কখনই বিরক্ত  বা হয়রানি করেনি। বরাবরই সম্মা ন করেছে।’

About Admin

Check Also

সিলেট-সুনামগঞ্জে নেটওয়ার্ক বিপর্যয়,,,কল দিলে মোবাইল বন্ধ,

সিলেট ও সুনামগঞ্জে বন্যার কারণে মোবাইল নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। সিলেট ও সুনামগঞ্জ জেলায় কিছু কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *