চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনা ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুন) স কাল ৮টার দিকে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করেন। শুল্ক গোয়েন্দা বিভাগের উপপ রিচালক একেএম সুল তান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। একেএম সু লতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমা নের ফ্লাইটের যাত্রী মা সুদ রানাকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
পরবর্তীতে তার স্যুটকেস তল্লাশি ক রে দুটি বার ও অলঙ্কার মিলে মোট ১ কেজি ২৪৫ গ্রাম সোনা জব্দ করা হয়। এছাড়া তার সঙ্গে চারটি দামি মো বাইল ও ৯ কেজি নিষিদ্ধ মাদক সীসা ছিল বলেও জানান তিনি।